ফ্যাশনের দিক থেকে মানুষ পছন্দ করে নতুনত্ব ,ফ্যাশনের নিজস্ব কোনো ভাষা নেই,ফ্যাশনের এই যোগসূত্রে বর্তমানে কোটি রয়েছে ছেলেদের
পছন্দের তালিকার শীর্ষে।
শীতের ফ্যাশনে ব্লেজার আগেও ছিল, এখনও আছে। বিশেষ করে অফিস কর্মকর্তাদের কাছে ব্লেজারের চাহিদা বরাবরই। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্লেজারের হাতাটা ফেলে দিয়ে বাকিটা ব্যবহারে মানুষ বেশি আগ্রহী হয়েছেন। আর ব্লেজারের হাতা ফেলা মানেই সেটার নাম হয়ে যাচ্ছে কটি।
সারাদেশে এখন তরুণদের কটি তৈরি হচ্ছে নানা রঙে ও নানা কাপড়ে। আর তরুণরা কটি পড়ছেন পাঞ্জাবির পাশাপাশি শার্টের সঙ্গেও।কোটি পরলে বেশ স্মার্ট দেখায়, স্বাচ্ছন্দ্য লাগে।
সারাদেশে এখন তরুণদের কটি তৈরি হচ্ছে নানা রঙে ও নানা কাপড়ে। আর তরুণরা কটি পড়ছেন পাঞ্জাবির পাশাপাশি শার্টের সঙ্গেও।কোটি পরলে বেশ স্মার্ট দেখায়, স্বাচ্ছন্দ্য লাগে।